Thursday, January 18, 2024

কবিতা

কবিতা

অশোকানন্দ রায়বর্ধন

কত কথা আসে কত কথা চলে যায়
মনে হয় কিছু কিছু শব্দ ধরি করতলে
কিংবা মণিকোঠায় পুরে আটকে রাখি
 যাতে না পালায় । কিন্তু শব্দ চঞ্চল ।
কথারা আটকে থাকে না কোনো বাঁধনে ।

শব্দ কিংবা শব্দ জুড়ে কথার শরীর
যাই বলো না কেন সে যদি কবিতা হয়
তার শরীর থেকে কবিতার কস্তুরী ফোটে
তাহলে তাকেই বেঁধে রাখব বুকের ভেতর

No comments:

Post a Comment