Tuesday, May 2, 2017

উত্তরপূর্বের বিশিষ্ট প্রকাশন সংস্থা ' স্রোত' আয়োজিত কথাসাহিত্য উৎসব - 2017

আগরতলা সংবাদ:২৮:০৪:২০১৭:
প্রথম বারের মতো স্রোত আয়োজিত উত্তর পূর্ব কথা সাহিত্যউৎসব:২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন আগরতলায় আগামী ১১জুন ২০১৭।তথ্য সংস্কৃতি দপ্তর,ত্রিপুরা সরকার , আসামের ঈশানের পুঞ্জমেঘ ব্লগ ও বাংলাদেশের চট্টগ্রামের অভ্যুদয় সংগীত অঙ্গন এবং বাচিক শিল্পী প্রবীর পালের  সহযোগিতায় এই আয়োজনে বাংলাদেশের কথা সাহিত্যিক ড.সেলিনা হোসেন,মেঘালয়ের কথা সাহিত্যিক স্ট্রীমলেট ডখার,ফাল্গুনী চক্রবর্তী,আসামের তপন কুমার মোহন্ত , দেবীপ্রসাদ সিংহ, কান্তারভূষণ নন্দী, মেঘমালা দে এবং বাংলাদেশের  আনোয়ারা সৈয়দ হক, জাহাঙ্গীর আলম,কবি আসলাম সানী,জয়দুল হোসেন,মনিরুল মনির সহ প্রায় ৪০জন কবি সাহিত্যিক সাংস্কৃতিক গুণীজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন।ত্রিপুরার কবি রামেশ্বর ভট্টাচার্য, প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন, কবি আকবর আহমেদ,কবি অপাংশু দেবনাথসহ কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক গুণীজনদের সহযোগিতায় এই আয়োজনে ইতিমধ্যেই আগরতলায় বিপুল সাড়া পরিলক্ষিত হচ্ছে।
প্রায় তিরিশজনের প্রস্তুতি কমিটি সহ আলোচনা ক্রমে আগামী ১১জুন ২০১৭ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কথাসাহিত্য উৎসব উদযাপিত হবে বলে প্রাথমিক আলোচনায় তারিখ স্থির হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিক শিল্পী শাঁওলী রায়,সিদ্ধার্থ হালদার, সুমিতা ধর বসু ঠাকুর এবং অধ্যাপিকা মৌসুমি বাসফোর
আয়োজক স্রোতের পক্ষে কবি গোবিন্দ ধর একথা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

No comments:

Post a Comment