Saturday, May 20, 2017

দামিনী


আহা, ভেসে ওঠে অন্তহীন দীপালিকার সারি
তাহাদের কবোষ্ণ আহ্লাদ বিসর্পিল আন্দোলন
হিমেল বায়ুপ্রবাহ নৃত্যের সমিধ সাজিয়ে দিয়ে যায়
অচেনা নর্তকীর সমবেত শরীরী হিল্লোলে যে আবাহন থাকে
তাতে শুধু চোখের স্নান
শরীরের ঘন নির্যাস নেবার বশীকরণের টানে
ছুটে গেলে, ছুঁতে গেলে এই শৈল্পিক অগ্নিরেখার
কোমল হিন্দোল স্তব্ধ হিমরাতেও দাবানল হয়ে ওঠে
খান্ডবগ্রাসে খাক করে দেবে নষ্ট ও কামুক শরীর
বাহিরে ছন্দহীন শিশিরের অবিরাম পতনের মূর্ছনায়
দামিনীরা জেগে থাকে বুকে আগুনের আবলি নিয়ে
এক আসন্ন ক্রুদ্ধ রাতে তো জেগে উঠবে সমুহ সাহস নিয়ে

No comments:

Post a Comment