Saturday, May 20, 2017

ব্যর্থ বার্তা


পরিযায়ী গাছের বিশাল ডানা আঁধার বাড়িয়ে তোলে
তাকে ছাড়াবার কোনো মিতকাম প্রয়াস নেই
চারপাশে মৃত্যুর ঘ্রাণ ঘিরে ধরে ম্লান করে দেয়
ব্যবহারিক বিকেল ৷ বাস্তবের শকুনেরা হারায় যদিও
বাসা বেঁধে ফেলে মানুষের বসতিতে ৷ শুধুই ছোরা বন্দুক
পরস্পরের দিকে তাক করে চাঁদমারি চর্চা চলে দিনরাত
দক্ষিণের যে হাওয়ার গুণগ্রাহী ছিলেন আমাদের পূর্বজরা
সে বাতাস এখন আগুনের আঁচ নিয়ে ঢোকে জনপদে
সমুদ্রের গর্জনের নিহিত ছন্দ ভেঙে যায়, বাড়ে ক্ষোভ
এসময় বিমর্ষ বেলাভূমি ধরে তুমি আর আমি
হাতে হাত ধরে কোথায় যাবো? কুড়িয়ে নেবার মতো
রঙিন নুড়িও যে পড়ে নেই বিধ্বস্ত তটের বুকে
প্রত্নচাঁদের আলোয় তোমাকে জীবনের কোমল প্রতিবিম্ব
দেখাবো বলে এনেছিলাম নির্জনে, ব্যর্থ হলো সে অভিসার

No comments:

Post a Comment