Friday, May 19, 2017

সন্তান

যে শহরের নিদ্রা নেই তার বুকে ঘুমিয়ে পড়া পাপ
হে কোজাগর নগরী , তোমার বুকে মিশে জেগে থাকি
দেখে যাই অপত্যের আয়ুর আখ্যানপরিধি
পুরাণের ঈশ্বরী পাটনি কিংবা ইতিহাসের বাবর
সকলেই সন্ততির সুখে ছেড়ে যায় অন্তিম অণু
হে প্রাণ ! এ শহরের মতো চিরজাগরুক রাখো সকল জীব ও জীবন ৷

No comments:

Post a Comment