Monday, October 30, 2017

তথাগত



কলিঙ্গবিজয়ের অশুভ স্বপ্নে শুধু শবসাধনা আর
রক্তজমা প্রান্তরের শীর্ষে খন্ডগিরির ধবল দেউল

তারও পরে শরণ নিলাম তথাগতের চরণে
শ্বেত পতাকা আর কপোতের উড্ডয়নস্পৃহা
যুগ যুগ নিভৃত সাক্ষী থেকে কী প্রেম ছড়ালে
গৌতম থেকে গুরুদেব এক দীর্ঘ দেশার্ত সীমা

কিরাতভূমির বিলীয়মান  জনপদের মুখোমুখি
সর্বোচ্চ টিলার মাথায় প্রশস্তিপত্রের ন্যায় গোপনে
চক্ষুদান করে কোন এক
ধ্যানবিন্দু অনুশীলনরত কিরাতবালক

শাক্যসিংহের হাসির ছটা সূর্যালোকের মতো
বিচ্ছুরিত হয় জনপদের শরীরে ৷

No comments:

Post a Comment