Tuesday, October 24, 2017

পিলসুজ


মৃৎপাত্র বেছে নেবার আগে তুলে দেবো সমস্ত প্রুফশিট
গোধূলির ওপারে দাঁড়িয়ে দিগন্তের ভেলাকে ইশারা করবো এবার নিঃস্বতম একান্তে
দান তো কিছু করিনি আজীবন তবু ঝোলা উপছে
কেন পড়ে মহার্ঘ মাধুকরী মাড়িয়ে যাওয়া পথের ধূসরতায়
সূর্যাস্তের সাথে সাথে যে প্রদীপ জ্বলে ওঠে আকাশে ও ভূমিতে
তাকেই বড়ো বেশি নিজের মনে হয়, তার কাছে গেলেই যেন সুখ
আমি আভোরসন্ধ্যা প্রতীক্ষায় আছি কখন বুকে নেবে
নীরব সেই সাঁঝবাতির ঘোমটাটি তার পিসুজের ছায়ায় ৷

No comments:

Post a Comment