Thursday, October 19, 2017

ঠি কা না

ঝোলার ভেতর খাতা ও কলম
       একহাতে একতারা
গান লিখি আর গেয়ে বেড়াই
       দিন যে হলো সারা
দিনের শেষে ঝোলা ঝাড়ি
     পারের কড়ি কই
বিলাপ আর বারমাস্যা
   খাতায় তুলে লই
একতারাতে সুর তুলি তার
     মেঠো পথে ফিরে
দিন ফুরিয়ে সন্ধ্যা নামে
    আঁধার আসে ঘিরে
সেই আঁধারে পাড়ি দেবো
    পথ যে অজানা
সেই আঁধারেই খুঁজে পাবো
      আমার ঠিকানা

No comments:

Post a Comment