Tuesday, October 24, 2017

ডাক


আপ্রাণ ডাকের পর না ফিরলে সে ডাকের মর্ম থাকে না
সকাল থেকে কোকিল ডেকে যায় একমনে
তার মাঠনিঝুম বাউলা গানে মেঘবসন্ত দাপাদাপি করে আসে ফিরে
মেঠো পথের দূর বাঁকে তোমার ছায়া দেখা যায়
তীব্র হেঁটে পেরিয়ে গেলে ধুরপথের বাঁকবিভা
নীরব নালিশ করেছে আমার বিবাগী বাঁশি
সুরেলা সাংকেতিক ইশারার বাসন্তীবার্তার

No comments:

Post a Comment