Tuesday, October 24, 2017

বল্কল


আড়মোড়া ভেঙে উঠছে ঊষাপাখিরা লাল দিগন্তে
ওদের সিল্যুয়েট শরীরে ক্রমশ পূর্বাহ্নের আলোর চামর
অবগাহনের পবিত্রতায় ভোরাই গানের দিকে যেন
ভৈরবী কণ্ঠ মেতে ওঠার সাথে সাথে জনপদে সোনার কাঠি রুপোর কাঠি জাগিয়ে দেয় জীবন
আমাকে বানপ্রস্থ মঞ্জুর করো হে ধরণী সুধাময়ী
বরং বানপ্রস্থের সনদ দিও, যেন তপোবনের
নির্জনতায় ডুবে যেতে দিতে পারি এ নশ্বর পুতুল ৷

No comments:

Post a Comment