Tuesday, October 24, 2017

সাধ


মধুমাস ফুরিয়ে এলো
রুমাল এখনো হাতে
জাদু টোনা শিখি নি কিছুই
মেখে দেবো যে তাতে
কোকিলটা এখনো ডেকে যায়
রোজই ভোরের বেলায়
তোমারই নাম রুমালের কোনায়
কেউ তো জানে না হায়
কিছুই বলি নি যে তোমায়
ভালোবেসেছি মনে মনে
থাকবো না যেদিন কাঁদবে সেদিন
তুমি তো সংগোপনে
সেই কালাজাদুতে আমি তোমাকে
বেঁধেছি দুই বেলা
লোকলাজ আর ননদিনজর
তোমায় ধরাবে জ্বালা
নোঙর তুলেছি, পাড়ি দেবো দূরে
আর কটা দিন পরে
জমিয়ে রাখো চোখের নোনা জল সেই সন্ধ্যার তরে
আমার বাতির তেল ফুরোলে
তোমার বাতির আলো
অশ্রু ভরে তোমার প্রদীপে
সেই বাতি যেন জ্বালো

No comments:

Post a Comment